Thursday, September 24, 2015

Bangabondhu, Bangladesh

come to mukthi and learn the truth

Bangabondhu, Bangladesh and our independence have very closed relation. Bangabondhu Sheikh Mujibur Rahman had one of the great nationalizes leader in the world. Bangabondhu (http://www.humanrightstoday.info/?p=714) was the pioneer and architect of independent Bangladesh and its sovereignty. His political prudence, indomitable courage, eloquence and powerful leadership motivated the countrymen to join in the war of liberation. 

Bangabondhu proclaimed independence on March 26 in 1971 and the people dived into nine months long bloody battle and achieved the long desired sweetest freedom, He also gave restless effort to represent an esteemed Bangalee nation on the world stage. His golden-etched name will remain in the history of Bangalees and Bangladesh forever. But our nation has been waiting from 34 years for justice his brutal murders. 
August 15 in 1975 is a black-chapter in the history of Bangalee nation. Bangabondhu and his family members were ruthlessly murdered by anti liberation force and with the help of army member in this day. And the nation incurred an irretrievable loss. The nation is deeply shocked and full with grief for this shameful incident. Now, Prime Minister Sheikh Hasina, the daughter of Bangabondhu is the main target by killer's group especially Islamic militant group. 

The country today observes National Mourning Day on the 34th death anniversary of Father of the Nation Bangabondhu, with a vow to implement the longstanding High Court verdict in the case in connection with his murder. The day is a public holiday. The government chalked out nationwide programmes to observe the day at the state level. Prime Minister Sheikh Hasina (she is a daughter of Bangabondhu), will visit her father's grave at Tungipara under Gopalgonj district today. Along with ruling Awami League (AL), different political parties, and student and socio-cultural organizations also planned programmes to mourn the killings of Bangabondhu and most of his family members on this day in 1975. Three separate attacks on this day 34 years ago left 24 people killed. Bangabandhu's two daughters -- Sheikh Hasina and Sheikh Rehana -- could escape the bloodbath as they were abroad at the time. The victims also including wife of Bangabondhu Begum Fazilatunnesa Mujib, sons Sheikh Kamal, Sheikh Jamal and nine-year-old Sheikh Russell, daughters-in-law Sultana Kamal and Parveen Jamal, brother Sheikh Naser, nephew Sheikh Fazlul Huq Moni and his wife Begum Arju Moni, brother-in-law Abdur Rab Serniabat, 13-year-old Baby Serniabat, Serniabat's son Arif and four-year-old grandson Babu, three guests, Bangabondhu's four domestic helps, and his security chief Col Jamil Uddin Ahmed. 

Bangabondhu united the Bangalees to throw off the shackles of Pakistani oppression and steered them towards independence. His stirring speech on March 7, 1971, before a crowd of lakhs ready to stake everything for freedom, left an indelible imprint on the nation's memory. For 21 long years, his killers had been immune from prosecution due to the Indemnity Ordinance, which was finally repealed in 1996, paving the way for trials of the killers. A murder case was filed on October 2, 1996. In November 1998, a trial court awarded death penalty to 15 former army officers for killing Bangabondhu and his family members. The High Court (HC) upheld the death sentences of 12. Five of the condemned -- dismissed army personnel Lt Col Syed Farooq-ur Rahman, Lt Col Sultan Shahriar Rashid Khan, Lt Col Muhiuddin Ahmed, Maj AKM Mahiuddin Ahmed, and Maj Bazlul Huda -- are behind bars while six are hiding abroad. Another condemned Aziz Pasha died. The five condemned convicts filed separate appeals with the Appellate Division of Supreme Court in the last week of October 2007 against their death sentences pronounced by the HC.Law Minister Shafique Ahmed recently told journalists that hearings of the appeals will start soon as there is no shortage of judges in the Supreme Court now. The condemned six still at large are Shariful Haque Dalim, AKM Mahiuddin, Rashed Chowdhury, Nur Chowdhury, Abdul Mazed, and Moslemuddin.
In the daily Star published a special report on 15 August of 1975. The report says. Islamic radicalism, menacing the nation for years now, was something India and the United States learnt to dread soon after the assassination of Bangabondhu Sheikh Mujibur Rahman. Documents lately declassified by the US Office of the Historian show the apprehension had its roots in the perception that Bangabondhu's killers--all military officers--were “pro-US, anti-Soviet Union, Islamic, and less pro-Indian than the past leadership”. 
The August 15 bloodbath in 1975 left Mujib and most of his family butchered and his party in total disarray. It led to the assumption that Pakistan would regain its sway on the nation it sought to subdue only a few years back. In the context of the cold war dynamics, India and the US were also concerned that China, which recognized Bangladesh only after August 1975, might help radical communist elements thrive in the delta sliding into militocracy. All these worries were reflected in a conversation between the then US secretary of state Henry Kissinger and Indian external minister YB Chavan.
The US Office of the Historian, which is responsible for preparation and publication of the official historical documentary record of American foreign policy, has transcript of the conversation that took place at the US Department of State on October 6, 1975. There, the discussion related to the developments in Bangladesh goes like this:

YB Chavan: The new president [Khandaker Mushtaque Ahmed] has sent us assurances that he was standing by the same policy but we are concerned, in particular, whether the new government will take an extreme Islamic posture. This would create problems for the minority in Bangladesh. If the Hindus again feel insecure, there might be a new wave of refugees. Kissinger: Is there a large minority group in Bangladesh? Chavan: About 15%. It is a major factor. So far the new government (after Mujib killing) has given assurances it would follow the same policy as Mujib, but we are naturally worried about the influence of Pakistan on Bangladesh. Kissinger: What is your impression? Chavan: They have just announced diplomatic relations. This is a good thing. Even under Mujib we recommended this. We never wanted an exclusive relationship with Bangladesh. Our worry is only this: That they might try to give a different connotation to the situation by giving an Islamic twist to things. Also the Chinese recognized [Bangladesh] only after the coup. Frankly, we are worried. There are radical communist elements in Bangladesh which the Chinese might try to help. Here we hope the US and India will have a common approach.

After a while, Kissinger asked his Indian counterpart, “What is the tendency of the [Bangladesh] military? Is it anti-Indian?" Chavan replied, "Frankly, there is some anti-Indian tendency, I am sorry to say." At this point, Kewal Singh, the then secretary of Indian external affairs ministry, chipped in, "Some people hostile to Mujib were brought back. We don't want to give the impression we are concerned but pro-Islamic and pro-radical groups have some strength." 

Chavan and Kissinger met the following day as well and talked about Bangladesh. Almost immediately they got down to serious talking about political ramifications of the August 15 coup d'état. Yet again, the Indian minister said, "We are worried about Bangladesh. Radical movements are already there. If Pakistan and China converse their efforts, this could pose a problem. This would be a new factor in South Asia which needs assessment." The secretary of state said, "Previously, the Chinese were opposed to Bangladesh. They were not among Mujib's admirers." As he asked if India had any advance indication of the coup, his opposite number replied, "None."

Kissinger then observed, "People are always complaining that we don't know about things in advance…They should realize that any coup that succeeds must have fooled someone. Mujib just couldn't have imagined that anyone would organize a coup against him. As I understand it, your relations with Bangladesh are now good. What you are concerned about is a future possibility.”

TN Kaul, the then Indian ambassador to the US, added, "The danger is Pan Islamism." At one point, Kissinger said, "The real worry would be if countries with resources like Saudi Arabia get radical leaders. Then there would be trouble." Kaul said, "One reason why we banned the Jamaat Islami and RSS is that these parties were getting money from the outside." The Kissinger-Chavan meeting gives an impression that none of the two countries had prior knowledge of the military takeover.

But the US state department's documents suggest quite the contrary. They show that like India, the US had gathered that something sinister was brewing, and it had even informed Bangabondhu about it. Minutes of a staff meeting headed by Kissinger after August 15, show that the US was well aware of the plot. There, Kissinger was heard enquiring Alfred Atherton Jr., assistant secretary of state for Near Eastern and South Asian affairs in 1974-1978, about the assassination. Atherton said the US had lots of indications in March that some quarters were scheming to kill Mujib. Kissinger asked, "Didn't we tell him [Mujib] about it?" The assistant secretary of state said, "We told him at the time." As his boss pressed to know if Bangabondhu was told who it was going to be, Atherton answered, "I will have to check whether we gave him the names." At that point, Hyland of Bureau of Intelligence and Research said, "We were a little imprecise on that."
Referring to the US alerting Bangabondhu to the danger of an attack on him, Atherton said, "He [Mujib] brushed it off, scoffed at it, and said nobody would do a thing like that to him." Kissinger remarked, "He was one of the world's prize fools." Talking about the coup leaders, Atherton said, "They are military officers, middle and senior officers, who are generally considered less pro-Indian than the past leadership; pro-US, anti-Soviet." The secretary of state responded, "Absolutely inevitable." And Atherton went on, "Islamic. They have changed the name to the Islamic Republic” Kissinger said, "That they would be pro-US was not inevitable. In fact, I would have thought at some turn of the wheel they were going to become pro-Chinese, and anti-Indian I firmly expected. I always knew India would rue the day that they made Bangladesh independent. I predicted that since '71."
Major Dalim, one of the on-the-run convicted killers of Bangabondhu, in a radio announcement soon after the killings declared the country would now be named "Islamic Republic of Bangladesh". The declaration which eventually did not materialise was a complete contrast to the secular ideals that stirred Bangalees to fight for independence from "Islamic Republic of Pakistan" in 1971.
Though the republic's name was spared a change, its constitution soon lost secular character. The original charter saw secularism dropped as one of its four fundamental principles. It also had 'Bismillahir Rahmanir Rahim' in the preamble.
Even more alarming was the scrapping of the ban on religion-based political parties. During the rule of Ziaur Rahman, five parties including Jamaat-e-Islami, which collaborated with the Pakistani occupation forces and committed genocide and numerous atrocities during the Liberation War, were allowed to be in politics again. The government of independent Bangladesh in its first decision banned these parties that always oppose the nation's independence and thrive on communal disturbances. In the early 80s, the country's second military ruler HM Ershad introduced Islam as state religion, dealing a death blow to secularism. 

The rise of Islamist militancy, once a fear, is a reality now, 34 years after the August 15 carnage. During the BNP-Jamaat-led rule in 2001-2006, Islamist outfits spread tentacles across the country thanks to patronage from some influential leaders of the ruling alliance. Though the BNP government woke up to the dangers of militancy towards the end of its tenure, it was too little too late. Now the task lies with Awami League-led grand alliance that came to power on promises that include the one to root out militancy. And at the centre stage in the combat against militancy is Prime Minister Sheikh Hasina, who herself had been the target of several attacks. 

Now the peoples of Bangladesh have don't want to bother any late to execute the killers of Bangabondhu. In the same time we want to see immediately the constitution of 1972 which was made after our independence. We want to see to our loving country Bangladesh as an actual democratic country, there will have rule of law, good governance, enough food for our poor peoples, nutrition for all children's, there have no discrimination. Source: the daily Star & BD     
You can agree or disagree with his political philosophy, but even his enemies have no doubt about the patriotism of this man: Sheikh Mujibur Rahman, the founding father of Bangladesh. He spent most of his life fighting against the injustice bestowed upon Bangalees, first by the British, and then by the Pakistani Panjabi military/civil junta. After the mass uprising of 1969, he was given the title "Bangabandhu", means "Friend of Bengal". He is largely known as Bangabandhu among the millions of Bangalees.
History of Bangladesh is largely interconnected with the life of Bangabandhu. He was a young political activist during the British rule. He was active in every political event of then East Bengal/East Pakistan: the Language Movement of 1952, Jukta Front election of 1954, Student Movement of 1962, 6-Point Demand of 1966, Mass Uprising of 1969, and finally Bangladesh Liberation War of 1971 against the Pakistanis. He was imprisoned more than a decade during the 24-years of Pakistani rule.
What the Pakistanis could not do, some corrupt military officers were able to do so in our own soil. They killed Bangabandhu along with most of his extended family in August 15, 1975, just after 3 and 1/2 years of independence. Two of his daughters, Shiekh Hasina and Sheikh Rehana, survived. In November 4, 1975, they killed 4 national leaders, cornerstone of our Liberation War: Syed Nazrul Islam, Taz Uddin Ahmed, Captain Mansoor Ali, and Kamrujjaman.
Without a doubt, Bangabandhu is the greatest Bangalee of our known history. He gave us a nation, a new country, a new identity. Even today, he is more powerful as dead than anyone of us alive.
Credits:All of the pictures and information in this book is contained in the book JATIR JANAK Father of the Nation, publised by Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman Memorial Trust, Road 32, Dhanmondhi R/A, Dhaka-1209. This book was published in August 1, 1997 and available in Muktizuddha Jadughar, Dhaka
The murderers of Bangabandhu should be bringing back.

মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার কেন? মোকতেল হোসেন মুক্তি

come to mukthi and learn the truth

মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার কেন?



মুক্তিযোদ্ধারা বৈষম্যের শিকার কেন?
বলা হয়ে থাকে সকল মুক্তিযোদ্ধারাই সর্বকালের সর্বশ্রেষ্ট সন্তান। তাহলেই সকল মুক্তিযোদ্ধারা জাতিগতভাবেই ভাই ভাই অর্থাৎ জাত ভাই বা যোদ্ধাভাই কারণ সকলের পদবী তারা মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনী বা মুক্তিফৌজ "বিচ্ছু"।

জাতি ধর্ম বর্ণ গোত্রের যদি বৈষম্য না থাকে তাহলে আমরা সকলেই মনুষ্যপ্রাণী। আমরা আল্লাহ্‌ তায়ালার সর্ব শ্রেষ্ট জীব (মানুষ-মান ও হুষ=)মানুষ।

মুক্তিযুদ্ধকালীন ডেপুটি কমান্ডার ১৬ ব্যাটলিয়ান, এফ কোং অধ্যক্ষ মরহুম আব্দুর রাজ্জাক  

রক্ত মাংস জ্ঞান বুদ্ধি চৈতন্য উপলব্ধি অনুভূতি অতি তীক্ষ্ণ ও সূক্ষ্মভাবে স্নায়ুতন্ত্রের সাথে স্থাপন করেই আদিম রুপে একটি মাক্বলুকাত আল্লাহ্‌ সোবহানাল্লাহ তায়ালা সৃষ্টি করেছিলেন। বহু জ্ঞানী গুনি ঋষি দার্শনিক সাম্যবাদ মানবতাবাদের বহুবিধ তত্ত্ব, তথ্য ব্যাখ্যা হাজারো ভাবে প্রদান করেছেন। সকলের সকল গবেষণার মুল লক্ষ্য সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই। বিধাতাও মনুষ্যজাতির মধ্যে ভেদাভেদ রেখে সৃষ্টি করেন নি, তাই আমরা আশরাফুল মাক্বলুকাত অর্থাৎ আমরাই শ্রেষ্ঠ জীব ।

তো সে শ্রেষ্ট জীব মানব জাতিকে লক্ষ কোটি শ্রেণীতে আমরাই বিভক্ত করে সৃষ্টি করেছি নিম্নশ্রেণী, নিম্নবিত্ব, মধ্যশ্রেনী-মধ্যবিত্ব উঁচু শ্রেণী উচ্চবিত্ব। আমরাই সৃষ্টি করেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান। আমরাই ধনি গরীবের স্রষ্টা; আমরাই সমাজ ও সমাজপতি; আমরাই ধনি আমরাই গরীব আমরাই শ্রেনীবিভেদের কুঠার আঘাতে মানব সভ্যতাকে করেছি উঁচু নিচু ও মধ্যশ্রেণী বিন্যাস।

যখন রাজনৈতিক নেতাগণ অসহায় নিরীহ ঘর ছাড়া বাস্তহারা জীর্ণ শীর্ণ অথর্ব লাচারের নিকট ভোট ভিক্ষা চাইতে যান, তখন তারা ভুলে যান শ্রেনীবিভেদের অহমিকা ও অহংকারের কথা; তখন বস্তির দুর্গন্ধে তাদের নাগ কারণ ঐ জীর্ণ শীর্ণ অসহায় ব্যক্তিটির একটি মহা মূল্যবান ভোট তাকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে সহায়তা করবে। সে কারণে অনেক লোভনীয় আশ্বাসের বানী শুনিয়ে ঐ অসহায় ব্যক্তিটিকে বেঁচে থাকার স্বপ্ন দেখান। ঠিক একই ভাবে অনেক রাষ্ট্র প্রধানগণই এই ৩ লক্ষ মুক্তিযোদ্ধাদেরকেও বহু আশ্বাসের বানী শুনিয়ে, মাথায় থ্রি নাট থ্রি বন্দুকের ছবিওয়ালা টুপি পড়িয়ে, এক বেলা বিরিয়ানি খাইয়ে ক্বোরবানীর গরু প্রদর্শনীর মত লঙ মার্চ করতে শের ই বাংলা নগর অথবা বিজয় স্বরনীতে নিয়ে প্রখর রৌদ্রতাপে মগজ ঝলসে দেন। ভূয়সী প্রশংসা করেন; সনদ বিতরণ করেন; স্বর্ণের নামে পিতলের স্ক্রেচ প্রদান করেন; দুই চার হাজার টাকাও দেয়া হয় মাঝে মধ্যে।
ধরে নিলাম ওরা চোর লুটেরা জ্ঞানহীন লোভী দুর্বৃত্ত! তাই মন্ত্রী সচিব থেকে শুরু করে আয়োজকের সবাই মুক্তিযোদ্ধা ও বিদেশী সকল মুক্তিযুদ্ধে সমর্থনকারী বিশিষ্ট ব্যক্তিবর্গের সৌজন্যে “সন্মান না” প্রদর্শনের নামে লুট পাট করেছে। স্বর্ণ দিয়ে স্ক্রেচ তৈরির নাম করে ৩ লক্ষ মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, জাতিরজনক এবং বিদেশী সমর্থক গোষ্ঠীর সকলকে অপমান ও কলুষিত করেছে। সে বিচার জাতি না হয় নাই চাইলো।

আমার এ লেখার প্রসঙ্গ তা’নয়। ক্যাপ্টেন তাজ কি করেছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কি করেছেন? আমি সেদিকে যাবো না। এমন কি মুক্তিযুদ্ধের ইতিহাস রচনার ক্ষেত্রে সহজ সরল বুদ্ধিদীপ্ত গুণীজন “স্বাধীন বাংলা বেতার কাঁপানো”#চরমপত্রের” রচয়িতা এম আর আকতার মুকুল স্যারকে দিয়ে করানো মরহুম ব্রিগেডিয়ার আমিন উদ্দিন আহমেদ চৌধুরী, ভুয়া অধ্যক্ষ আহাদ চৌধুরী, বি এন পি’র রেদোয়ান আহমেদ বা বর্তমান হেলাল মোরশেদের কথাও বলতে যাবো না।
সব দুর্বৃত্তরাই এ ক্ষুদ্রভূমির সম্পদগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে নানাবিধ প্রকল্পের নামে, উন্নয়নের নামে, রাজনীতির নামে, সংস্কারের নামে লুটে পুটে খেয়েছে। তাদের কথা লিখে আবার মামলা খেতে রাজি নই।
কিন্তু যে কথাটি বলতে চাই-সে কথাটি বলে কোন পণ্ডিতের অশ্রাব্য গালি খেতে হয় কেই জানে?  তবু বলতে হয়; বলতে হবে। না বললে যে আমার উপরই আমি অবিচার করবো।

সম্প্রতি সর্বজনবিদিত প্রকাশ্যে ধূমপানের কারণে বিতর্কিত বীর মুক্তিযোদ্ধা মাননীয় সাংসদ, সমাজকল্যাণমন্ত্রী মরহুম সইয়েদ মোহসীন আলী ও আমার ভারতে মুক্তিযোদ্ধা প্রশিক্ষন কালীন ডেপুটি কম্যান্ডার অধ্যক্ষ আব্দুর রাজ্জাক স্যারের মৃত্যুতে দেশের প্রধান দুই কর্ণধার কর্তৃক একজনকে মহাসন্মান আর একজনকে রাষ্ট্রীয় অমর্যাদার কারণে আমার বুকের ভিতর লুকিয়ে থাকা সকল হতাশা আজ আগ্নেয়গিরির অগ্নি স্ফুলিঙ্গের মতই জ্বলে উঠতে চাইছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে কোন একজন ষ্টাফ এ শোকবানী গুলো প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে সংবাদ মাধ্যমে প্রেরণ করেন। অতি সামান্য কাজ। এ কাজটি করতে কারো অনুমোদনের দরকার হয় না।
যদি সমাজকল্যানমন্ত্রী মহোদয় মৃত্যুকালীন রাষ্ট্রীয় মর্যাদা পান, তাহলে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক স্যার কেন পাবেন না? এক দেশ, একই মুক্তিযুদ্ধের নায়ক, একই যোদ্ধা, একদিনেই মৃত্যুবরন করলেন। মর্যাদার ক্ষেত্রে কেন দুই রকম? এ প্রশ্নের উত্তর কে দেবেন?
মুক্তিযোদ্ধা সংসদ কার জন্য? শুধুমাত্র এম পি মন্ত্রী আর জেনারেলদের জন্য?     

ভেবেছিলাম, জীবনে আর কারো বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অপকর্মের বিরুদ্ধে কখনোই লেখা লেখি করবো না। কিন্তু পারলাম না চুপ থাকতে।

আপনারা বড় বড় জ্ঞানি উচ্চ শিক্ষিত কবি সাহিত্যিক অধ্যক্ষ অধ্যাপক শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল মোক্তার সবাই আমার চেয়ে অনেক ঢের বেশী বোঝেন। তাই আপনাদের হাতেই দেশ চলছে; উন্নয়ন হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। ধরে নিলাম এই এগিয়ে যাবার পিছনে-আমি হতভাগা মুক্তির বিন্দুমাত্র অবদান নেই। বুঝে নিলাম-আবারো আমি কঠোর সমালোচনার সম্মুখীন হব। তাতে এতটুকুন ভয় নেই আমার।

১৬ কোটী ১০ লক্ষ মানুষই মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির দৃষ্টিতে সমান মর্যাদা সম্পন্ন। রাষ্ট্রীয় ক্ষমতাবলে একজন পিতা আর একজন মাতা।  
একজন মুক্তিযোদ্ধার মহা প্রয়াণে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শোক বানী মিডিয়ায় প্রকাশ করা হয়; ঠিক পাশাপাশি আর একজন বীর মুক্তিযোদ্ধা উচ্চ শিখিত শিক্ষক মুক্তিযোদ্ধার ক্ষেত্রে একটি সংবাদও প্রচার করা হয় না ??????????????????

মুক্তিযোদ্ধা ও সমাজকল্যানমন্ত্রীর জন্য মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর শোকবানী প্রেরণ করা হয়;
মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মাষ্টার আব্দুর রাজ্জাকের ক্ষেত্রে সেটই হল না কেন? আমি জাতির কাছে জানতে চাই; মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতির সংশ্লিষ্ট বিভাগের কাছে কৈফিয়ত চাই। জীবিত সকল মুক্তিযোদ্ধাদের জানিয়ে দিন।
এই বৈষম্যের কারণেই বাঙ্গালী জাতির প্রানের দাবী ১১ ও ৬ দফা জাতিরজনক বঙ্গবন্ধু কর্তৃক প্রণীত হয়েছিল। এই বৈষম্যের কারণেই পশ্চিমা হায়েনাদের বিরুদ্ধে যুদ্ধ করে মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল।
আমরা এই বৈষম্যের অবসান চাই।
সকল মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয়মর্যাদা সমানভাবে প্রদান না করা হলে ধরে নেবো স্বাধীনতার ফসল ৭০ দশকের মতই পশ্চিমাদের ঘরে ।     

কিসের নেশায় মুক্তিযুদ্ধে যাওয়া?

come to mukthi and learn the truth
এই যে মুক্তিযোদ্ধাদের দেখছেন, এদের মধ্যে অনেকেই বেচে নেই; কি লাভ হল তাদের যুদ্ধ করে? এরাও স্বাধীনতার স্বাদ পায়নি; এরাও আমার সাথে ৯ দিন পায় হেটে কোলকাতা গিয়েছিল মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ নিতে। কেন? কিসের নেশায়? কিসের আশায়? যে স্বাধীনতা মুক্তিযোদ্ধাদেরকেও বিভাজনের শ্রেণীবিন্যাসে ক্ষত বিক্ষত করে; যে স্বাধীন দেশে মুক্তিযোদ্ধাদেরকেও ধনী দরিদ্র্যের সারিতে দাড় করিয়ে বিচার করা হয়, সে স্বাধীনতাই কি জাতিরজনকের মূল লক্ষ্য ছিল? তাহলে জাতীয় সংবিধানে সাম্য ও সমাজতন্ত্রের পাতাটি কেটে ফেলা হয় না কেন?



" মাগো যদি আমি ফিরে না আসি, তুমি কাঁদবে না, তোমার আরো ৫টি সন্তান বেচে থাকবে, তাদের মাঝেই তুমি আমাকে খুঁজবে। আর যদি ফিরে আসি তবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিজয়ের পতাকা নিয়েই ফিরবো। তুমি দোয়া কর" কথাগুলো আমার মাকে বলেছিলাম ১৯৭১ এর জুন মাসে যেদিন বন্ধুদের সাথে পালিয়ে মুক্তিযুদ্ধে যোগদানের জন্য ভারত রওয়ানা দিয়েছিলাম। কেন গিয়েছিলাম? কিসের নেশা কিসের লোভ মোহ আমাকে সাজানো সোনার সংসারের সব চেয়ে আদরের ছোট ছেলে আমি যুদ্ধে গিয়েছিলাম? বাঙ্গালী জাতির স্বাধিকারের জন্য? স্বাধীনতার জন্য? কিসের স্বাধীনতা? দুর্নীতি স্বজনপ্রীতি লুণ্ঠন খুন ধর্ষণ অবিচার অনাচার নিপীড়ন নির্যাতন অহবেলা অবজ্ঞা তিরস্কার আর এই বৃদ্ধ বয়সে প্রবাসে মানবেতর জীবন যাপনের জন্য স্বাধীনতা? দেশ স্বাধীনতা পেলো। সাড়ে সাত কোটি বাঙ্গালী পশ্চিমা হায়েনার শৃঙ্খল থেকে মুক্তি পেলো। আমি পেলাম নির্বাসন দণ্ড।

আওয়ামী লীগের অর্জিত সম্পদ "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" আওয়ামী লিগকেই রক্ষা করতে হবে।

come to mukthi and learn the truth

আওয়ামী লীগের অর্জিত সম্পদ "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" আওয়ামী লিগকেই রক্ষা করতে হবে।

আওয়ামি লিগ সরকার তথা জননেত্রী শেখ হাসিনার সরকার বাংগালী জাতির ভাগ্যোন্নোয়নে বিগত সকল সরকারের চেয়ে ঢের সফলতা অরজন করলেও দুটি ক্ষেত্রে আজো চরম ব্যর্থতা রয়েছে। আওয়ামি লিগের শীর্ষ নীতি নির্ধারকগণ ক্ষমতার মোহনীয় পদে আসীন থাকার কারনে এ দূটি বিষয় নিয়ে দলের ভবিষত ভরাডুবির আশংকাকে এড়িয়ে যেতে চাইলেও জননেত্রী শেখ হাসিনা মর্মে মর্মে অনুভব করেন। কারন তিনি অতীতের নীতি নির্ধারকদের মনগড়া ভুল নীতিমালাসমূহের ভয়াবহ পরিনতি সচক্ষে দেখেছেন। তারই পিতা জাতিরজনক বংগবন্ধুর উপর চাপিয়ে দেয়া রাষ্ট্রীয় ও দলীয় ভবিষত পরিকল্পনায় অনভিজ্ঞতার সুষ্পষ্ট যে ফলাফল হতে পারে তাই হয়েছে। মাসুল দিয়েছেন। হারিয়েছেন। মা বাবা ভাই আত্তীয় পরিজন।  
ডিজিটাল বাংলাদেশ রুপকল্প ২০২১ গড়ার ক্ষেত্রে যেখানে সফলতা আসার কথা ৬০% ভাগ, সেখানে ৪০% ভাগ সফলতালাভ করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের রন্দ্রে রন্দ্রে ১৯৭৫ থেকে ১৯৯৬ এই সুদীর্ঘ সময়ে জামাত বি এন পি তথা স্বাধীনতা বিরোধীশক্তি ওদের নিজস্বার্থ রক্ষার্থে আওয়ামী বিধংসী কামানের মত জনবল পুনর্বাসন ও ক্ষমতায়ন এমনভাবেই করে গেছে যে শেখ হাসিনার জীবদ্দ্বশায় পাকিস্তান আই এস আই'র পদলেহী শুকরের প্রজনন খামারবাড়ীতে পরিনত করা এ বিশালাকায় সুদূরবিস্তৃত জঞ্জাল ছাপ করতে জননেত্রীকে আর একবার জন্ম নিতে হবে; এ অনিচ্ছাকৃত ব্যর্থতাকে আমি ১০০% ভাগ সফলতালাভ কি করে বলি? যারা তেল আর ঘি মাখেন, তারা মাখুন। আওয়ামী লীগের প্রশংসায় গলা ফাটিয়ে ফেলুন; এ দেশের মহান মুক্তিযুদ্ধে সাড়ে সাত কোটি মানুষের প্রাণের দাবী স্বাধীনতায় নেত্রিত্ব দিয়েছে আওয়ামী লীগ, রক্ষা করবে কি জামাত ই ইসলাম আর কগালেদা ফালু? তাতো নয়। আমার মাথার বোঝা আমাকেই বহন করতে হবে, আমার সহায় সম্বল সোনা গহনা আমাকেই যত্ন ও সংরক্ষন করতে হবে। যদি না পারি তবে ব্যর্থতার গ্লানি আমাকেই কুড়ে কুড়ে খাবে। মানুষ প্রতিবেশী বন্ধু বান্ধব আমার ব্যর্থতার জন্য আমাকেই গাল মন্দ করবে। কাজেই, আওয়ামী লীগের অর্জিত সম্পদ "স্বাধীনতা ও সার্বভৌমত্ব" আওয়ামী লিগকেই রক্ষা করতে হবে। সুতরাং জঞ্জাল ছাপ তথা যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগকেই করতে হবে, পাছে আরো বড় ধরনের ঝড় ঝঞ্জা ভয়ংকরতম প্রলয়কাল বাংগালী জাতির জীবনে না আসে। এ বিচার প্রক্রিয়াদির গতি আর দ্রুত হওয়া উচিত ছিল। ওদের আইনানুযায়ী পাপের শাস্তি পেতেই হবে। নইলে ৪৫ বছর বয়সের শুকরের ঘরে আরো শুকর জন্ম নেবে আর বাধার স্রিষ্টি করবে সকল উন্নয়নের।

মুক্তিযোদ্ধা মোকতেল হোসেন মুক্তি
সভাপতি সময়৭১
প্রতিষ্ঠাতা সভাপতি
মালদ্বীপ আওয়ামী লীগ
সহ সভাপতিআওয়ামী তরুন লীগকেন্দ্রীয় কমিটি

Tuesday, July 23, 2013

‘আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, বাংলার চেহারা পাল্টে দেব।

‘আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, বাংলার চেহারা পাল্টে দেব।


সজীব ওয়াজেদ জয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন, ‘আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনুন, বাংলার চেহারা পাল্টে দেব। আমার কাছে তথ্য আছে, আগামীতে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। আমি বিএনপির মিথ্যা প্রচারণা মোকাবিলা করতে এসেছি।’
সজীব ওয়াজেদ বলেন, এখন থেকে আগামী ছয় মাস বিএনপির দুর্নীতি, অপশাসন তুলে ধরুন। তাঁদের অপকর্মের কথা মানুষকে মনে করিয়ে দিন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আগামী ১৫ বছরের মধ্যে দেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।

সজীব ওয়াজেদ বলেন, সাড়ে চার বছর ধরে আওয়ামী লীগ দেশে উন্নয়ন কর্মকাণ্ড করে যাচ্ছে। এখন আর মানুষকে লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাতে হয় না। আওয়ামী লীগই বিদ্যুত্ সমস্যার সমাধান করেছে। বিএনপি ক্ষমতায় থাকতে নতুন কোনো বিদ্যুেকন্দ্র বানাতে পারেনি। জনগণের উদ্দেশে সজীব ওয়াজেদ বলেন, ‘আপনারা বিএনপি এবং আওয়ামী লীগের দুই টার্ম তুলনা করে দেখেন, কারা বেশি উন্নয়ন করেছে। আওয়ামী লীগ এক টার্মে যে উন্নয়ন করেছে, বিএনপি দুই টার্মেও সে উন্নয়ন করতে পারেনি।’
সজীব ওয়াজেদ বলেন, বিএনপির আমলে হল-মার্ক, ডেসটিনির মতো দুর্নীতি করলেও কেউ গ্রেপ্তারও হতো না। এমনকি এসব কথা বলাও যেত না। দুর্নীতিতে বাংলাদেশ এক নম্বর ছিল। ব্যবসায়ীদের চাঁদা জমা দেওয়ার জন্য হাওয়া ভবন সৃষ্টি হয়। খাম্বার কথা কেউ ভুলে যায়নি।
জয় বলেন, আওয়ামী লীগের আমলে কাউকে চাঁদা দিতে হয়নি। হাতিরঝিলের মতো স্থাপনার কারণে ঢাকাকে আন্তর্জাতিক শহর মনে হয়। তিনি বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নকে আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি। এভাবে অর্থনীতি এগোলে আমাদের ভিশন-২০২১ বাস্তবায়ন হবে। আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যায়। আর বিএনপির আমলে হয় শুধু দুর্নীতি।’ ২০০১ সালে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের জন্য চারদলীয় জোট সরকারকে দায়ী করেন জয়।
 প্রধানমন্ত্রীপুত্র বলেন, ‘২১ আগস্টে গ্রেনেড হামলার কথা ভুলে যায়নি। ওই সময় আমার মাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৩ জনকে হত্যা করা হয়। চার শ জন আহত হয়। তত্কালীন প্রধানমন্ত্রীর পুত্র এতে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। যেটা দুঃখজনক।’

Monday, July 1, 2013

ক্ষমা চাই সকলের কাছে।

ক্ষমা চাই সকলের কাছে। সবাই আমাকে নিজগুনে ক্ষমা করবেন। আসলে আমি কেউ না এ দেশের ভালো মন্দ আয় ব্যয় উন্নতি অবনতি ধংশ বা নির্মাণে ।আমার কোনো অবদান নেই এ দেশের জন্য। আমি শুধু পথের ধারে অযত্নে বেড়ে ওঠা দলিত মথিত দূর্বা ঘাস। আমি একটি রাস্তার নেড়ে কুকুর। মূর্খ অথর্ব বাচাল প্রকৃতির একটি বাজে লোক। আমি আমার নিজেকেই ঘৃণা করি মনে প্রাণে।আত্বহত্যা মহা পাপ এবং মহান আল্লাহ্‌ তায়া'লার কাছে গিয়ে কোনো জাবাদিহীতার রাস্তা থাকবে না। দুটি কন্যা সন্তান বেড়ে ঊঠেছে অযতনে মূর্খ ব্যর্থ পিতার সন্তান হিসেবে।
শুনিতে চেওনা কোথায় কষ্ট কোন সে গোপনকথা!
শুনিয়া হাসিবে মুচকি হাসি, নয়তো পাইবে ব্যাথা।
নয়তো বলিবে, আসলেই সত্যি বদ্ধ পাগল মুক্তি,
নাহি কথার সামঞ্জস্য নাহি কোনো যুক্তি ।
এ দেশ স্বাধীন করেছিলো সেনা বাহিনী। যুদ্ধের পূর্বেই যারা সশস্ত্র জীবন যাপনে অভ্যস্ত। দেশ স্বাধীন করেছে তারাই। সাতজন বীর শ্রেষ্ঠও সেনা বাহিনীর সদস্য। হতভাগা জাতিরজনককে নির্মমভাবে হত্যা করেছে, সেও সেনাবাহিনী। মঞ্জুর, জিয়া, খালেদ মোশাররফ, কর্নেল তাহের, তাজুদ্দিন, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপঃ মনসুর আলী, কামরুজ্জামানসহ হাজার হাজার মুক্তিযোদ্ধাদের বিনা বিচারে রুদ্ধ কারাগারে হত্যা করেছে, সেটাও সেনা বাহিনী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ৪০ বছরের মধ্যে মাত্র সাড়ে সাত বছর দেশ শাসন করেছে জনগণ কর্তৃক নির্বাচিত গণতান্ত্রিক সরকার আর বাদ বাকী সাড়ে ৩২ বছর বৈধ এবং অবৈধভাবে দেশ শাসন করেছে সেনা বাহিনী। কোথায় গণতন্ত্রের শিশু, তাকেতো হাটতেই শিখানো হয়নি? দেশের সমস্ত সরকারী আধা সরকারী স্বায়ত্বশাসিত প্রধান প্রধান প্রতিষ্ঠান গুলোর কর্ণধার বর্তমান অথবা অবসর গ্রহণকৃত সেনা কর্মকর্তা। দেশ বিদেশের দূতাবাসগূলোতে চাকুরীর সুবিধাদিসহ প্রেষণে নিয়োগ পেয়েছে সেনাবাহিনী। কাজেই মুক্তিযুদ্ধ এবং তার সকল মহিমা সেনাবাহিনীরই প্রাপ্য। বাকী সব ছাগলের তিন নম্বর বাচ্ছা। উচ্চ শিক্ষিত, মেধাসম্পন্ন বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে পাশ করা যুব গোষ্ঠী ভালো চাকুরী না পেলেও, অবসরপ্রাপ্ত সেনা বাহিনী ঠিকই চুক্তিভিত্তিক উচ্চ পদসমূহে নিয়োগ পেয়েছে। কারন তারাই এ দেশ স্বাধীন করেছে। বাকী আমরা যারা বাঙ্গালী, তারা অকালকুসুমন্ড তথাকথিত ভোদাই সম্প্রদায়। তারেক জিয়া দুর্নীতি লুন্ঠণ করেছে, পত্রপত্রিকা দেশবিদেশে ছড়িয়ে দিয়েছে কিন্তু ঢাকা ক্যান্টনমেন্ট এ কি হচ্ছে, তা জাহাঙ্গীর গেট পর্যন্ত জানতে পারছে না। এ কথা আমি মুক্তি বলবার কে? আমি বলবোই বা কেনো। দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তা আমাকে একটি দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্তের সাক্ষী হিসেবে ডেকেছিলো এবং ধমকিয়ে ওই তদন্ত কর্মকর্তা আমাকে শাসিয়েছিলেন " যে ব্যক্তি সরকারি অর্থ তছরুপ করেছে, সেটা সরকারের অর্থ, আপনার কি? আপনি কে অভিযোগ করতে? আপনার এতো মাথা ব্যথা কেনো। আলবৎ সত্য কথা। আমি কে? আমি কেনো দুর্নীতির বিরুদ্ধে মামলা করতে গেলাম? আমিতো একটা stupid! আর কিছু নয়। আমার কি আসে যায় যদি সরকারের টাকা লুটপাট হয়? আমার এই ষাট বছরের কাছে এসে শুভ বুদ্ধির ঊদয় হয়েছে। এতো দিনে বুঝলাম এ সমাজে, এ দেশে, এ মাটিতে আমি একটি পদার্থহীন অপদার্থ। নিজেকে বিরাট একটা কিছু মনে করতাম। গায় পড়ে পথের কাঁটা নিজের কাঁটা মনে করে মানুষের সাথে অহেতুক ঝগড়া ফেসাত দাঙ্গা হাঙ্গামা বাক বিতন্ড যুক্তি তর্ক বিতর্ক আর স্বাধীনতা, বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, রাজাকার, বিএন পি জামাত যতো সব অহেতুক বিষয়াদি নিয়ে অযৌক্তিক এবং উদ্ভট অসামঞ্জস্য কথা বার্তা বলে বেড়াতাম। কিন্তু আসল বিষয়টা ছিলো সম্পূর্ণ ভিন্ন।
আমি কেউ না বাংলাদেশের। আমার পিতা মাতার বিশেষ উত্তেজনার ফসল মাত্র আমি জন্মেছিলাম বাংলার একটি অখ্যাত নিভূত পল্লীর জীর্ণ কুঠিরে। সংসারে সকলের ছোট হয়েও উচ্চ শিক্ষার মূখ দেখতে পাইনি আমার এই প্রচন্ড দাপট বাউন্ডেলেপনার জন্য। কোন রকম পেটে ভাতে খেয়ে পড়ে অনেক কষ্টে কিছু মুল্যহীন সনদপত্র যোগার করেছিলাম। সেও মনে হয় বোর্ড অফ এডুকেশনের ভুলের কারনে পেয়েছিলাম। 
যেদিন হাওয়া ভবন এর সন্ত্রাসীদের হাতে বেদমভাবে প্রহৃত হ’লাম, জীবন ভিক্ষা চেয়ে প্রান বাচালাম সেদিনই আমি বুঝেছিলাম, আমি এ দেশে অকালকুসুমন্ড মূল্যহীন একটি অযাচিত জঘন্য ঘৃণ্য অতিকায় তুচ্ছ  নরকের কীট। তাই স্ত্রী সন্ডানদের ফেলে নিজের জীবন নিয়ে পালিয়ে এলাম। এসে ভাবলাম আমার কথা গুলো অন্তত বিশ্বকে জানানো উচিত। আমার জানাবার ভাষা এবং উপস্থাপনে হয়তো বা কোনো আর্ট ছিলো না কিন্তু সত্যতা ছিলো সম্পূর্ণ ১০০ ভাগ। আমার জন্মভূমি আমি ছেড়ে এলেও আমার বিধির বিধান ভাগ্য লিখনতো আমার সাথে সাথেই মায়া মরীচিকার মতোই তাড়া করেছে, আমি পালাতে চাইলেও আমার ভাগ্যের লেখা অনুযায়ী ওরা তো আমার পিছু ছাড়েনি।
এই মিডিয়া জগতে কতো জনেরে একান্তভাবে পেয়েছি, কতজনেরে মিথ্যে কারনে মিথ্যে অজুহাতে অশ্রাব্য ভাষায় তিরস্কার করেছি। আসলে আমিতো কেঊ না ও কথা বলার যে কথা আমি একান্ত আমার এবং দেশের শ্ত্রু মনে করে অপরজনকে বলেছি। ওরা শত্রু হবে কেনো? এটাইতো ছিলো আমার সব চেয়ে বড় আহাম্মকী এবং ডাষ্টবিনে নিক্ষেপিত হবার মুল কারন। শ্ত্রুতো আমি আমার নিজের। শ্ত্রু আমি সকলের। শ্ত্রু আমি বাঙ্গালী জাতির। শ্ত্রু আমি মিডিয়া জগতের সকলের। আমাকেইতো আমার ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে শাস্তি দিতে ইচ্ছে হচ্ছে। 
বন্ধুগণ, আমাকে আপনারা মনে রাখবেন না। ভূলে যাবেন। যদি কখনো কারো মনে কোন কষ্ট দিয়ে থাকি। কাউকে স্বাধীনতা বা বঙ্গবন্ধু সংক্রান্ত কারনে কোনো কটু কথা বা গালি দিয়ে থাকি, আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। যদি শুনতে পান কোনো মাধ্যমে যে ‘মুক্তি নামের সে শুয়োরটা আর বেঁচে নেই’, আমাদের আর জ্বালাতন করবে না, সেদিন আমার বেহেস্ত নছিবের জন্য না হলেও নরকের শাস্তি মৌকুফের জন্য পারলে দোয়া করবেন।
“ অন্ধকারে এসেছিলেম, থাকতে আধার যাই চলে,
ক্ষণিক ভালো বেসে ছিলেম, চির কালের নাই হলেম।
আপনারা ভূলে যাবেন আমার এ বেসুরো বেতাল গানের কোনো একটি লাইনও যদি আপনাদের কারো কাছে কোনো মুহূর্তে ভালো লেগে থাকে?  
আমার আপন বড় ভাইকে হারানোর পর এই নেট ওয়ার্কের মিডিয়ার মাধ্যমে বড় ভাই হিসেবে শহীদুল আলম ভাইজান কে পেয়েছিলাম,  যদি জীবনে একবার দেখা না পাই বড় কষ্ট থেকে যাবে তার জন্য । কারো কোন করুনা চাই না। দয়া চাইনা, চাইনা কোন ভিক্ষার অনুকম্পা।
“যেহেতু দেশকে জাতিকে নিজে কিছুই দিতে পারিনি, তখন চাইবারও কোনো অধিকার আমার নেই।
“শুধু আর একবার দ্ব্যর্থহীন ভাষায় আমার শুষ্ক ওষ্ঠাধর থেকে নিক্ষেপ করে গেলাম...বাঙ্গালী জাতির জন্য . the ungrateful nation
 



Sunday, June 16, 2013

President Ziaur Rahman did not allow me to enter our Dhanmondi-32 Residence: Sheikh Hasina

President Ziaur Rahman did not allow me to enter our Dhanmondi-32 Residence:

Sheikh Hasina


Tears rolled down her cheeks and emotion gripped the audience as Prime Minister Sheikh Hasina narrated the massacre at Dhanmondi-32 and unkind behaviour of a government after the assassination of Bangabandhu Sheikh Mujibur Rahman on August 15, 1975.
"When I came back in 1981 from exile, the then government of president Ziaur Rahman did not allow me to enter our Dhanmondi-32 residence where my father along with most of my family members were brutally killed," she said. 
Speaking at a prize giving ceremony at Osmani Memorial Auditorium yesterday morning, she said even General Zia did not allow her to organise a milad mahfil seeking eternal peace of the martyrs of August 15 inside the residence.
"It was Zia who forced us to hold milad on the road for my parents and others who were killed in the August 15 massacre," said Hasina.
Sheikh Hasina, the eldest daughter of Bangabandhu, who along with her younger sister survived the massacre, described as crime against humanity, said president Zia imposed restriction on opening of the residence from where Bangabandhu led all anti-autocratic movements.
Later, the government led by Justice Abdus Satter opened the historic house and handed over it to Hasina. "When I entered the house, I saw dried blood everywhere and clothes and other valuables were seen scattered on the floor".
The killers not only killed the country's founding father along with most of his family members, they also looted all valuables from the house, Hasina said.
There was pin-drop silence in the Osmani Memorial auditorium when the premier was narrating the tale of the blackest chapter of the world's history. People specially the children who joined the function were seen to wipe their eyes when she was describing the barbaric incident.
Hasina said after receiving the house, she and her younger sister decided to make it a museum for the people of the country. "I thought that the people of the country are the owner of the house as Bangabandhu launched all of his pro-people movements from the house," she added.
The premier said she inaugurated the Bangabandhu Memorial Museum on August 14, 1994 and after that the museum remains opened for public.
Later, Father of the Nation Bangabandhu Memorial Trust was formed on April 11, 1994 with an aim to provide various services for the common people.
According to sources, 1,000-1,200 students are being provided stipend from the trust each month to meet their education expenses. The trust arranged free medical services across the country from Jan 10 to March 17 this year when over 8 lakh patients were given medical services.
The trust will set up a medical college and a nursing institute in Gazipur to provide medical services for the common people.

The Convenor of Bangabandhu Memorial Museum presided over the function while Curator of the museum Syed Siddiqur Rahman, DG of Bangla Academy Prof Shamsuzzaman Khan and Vice-Chancellor of National University Kazi Shahidullah, among others, addressed it.
Bangladesh's history in its first decade of freedom was fundamentally a story of bloodletting. You do not have to go into research to arrive at such a morbid conclusion. But you cannot escape feeling a certain sense of irony as you recapitulate the whole episode of the country's actually claiming, and taking, its place in the global community. If the war of liberation in 1971 saw three million Bengalis dying at the hands of the Pakistan armed forces, the post-liberation era turned into a long tale of blood and gore as most of the new nation's founding fathers and war heroes bit the dust through bloody coups d'etat and internecine armed conflict. The series of tragic happenings that engulfed Bangladesh between August and November 1975, followed by the execution of Abu Tahir, a soldier for freedom, in July 1976, will remain a blot on the conscience of a nation which yet struggles to find a way out of the woods for itself.
In May 1981 came the assassination of General Ziaur Rahman, Bangladesh's first military dictator, at the hands of soldiers who in the event could not quite succeed in pulling off what they had thought would be a revolution. Within days of Zia's murder, it would be the turn of General M.A. Manzoor, ostensibly the leader of the uprising, to be killed in cold blood by Zia loyalists. All of this is what the country has known over the years. In times that are as far removed from the 1970s and 1980s as they can be, that are clearly a whole lot more transparent than what one could have imagined two or three decades ago, it is now possible for Bengalis to grasp a little more conclusively the factors --- intrigues, conspiracy, et al --- that went into the making of an era that remains sinister in its elemental darkness. And into this story now steps Zayadul Ahsan with his hair-raising account of a failed coup that, once the plot failed to take off, was to leave scores upon scores of soldiers dead after October 1977. Originally conceived and presented as a series of investigative reports for the daily Bhorer Kagoj by the writer, this work is a searing account of the innocent men of the Bangladesh air force who were forced to march to the gallows on flimsy, unproven charges of complicity in the revolt that left some senior and reputed officers of the BAF murdered at the old Tejgaon airport on 2 October 1977. And those were exciting times, not so much for the fact that the struggle for ascendancy among the various politicised factions of the military went on in a seemingly endless pattern as for the truth of what was happening around the hijacked Japan Airlines aircraft at Dhaka airport.
The conspirators struck at the precise moment when senior air force men, including their chief Abdul Gaffar Mahmood, remained busy in negotiations with the Red Brigade who had seized the plane and forced it to land in Bangladesh's capital. Competent officers, among whom was Ross Masood, were lined up by rebellious air force men before the hangar and simply mown down. The question remains, though: did these men, egged on by individuals whose identities remain yet unknown, decide to strike on 2 October because the opportunity to stage their coup on 28 September, air force day, was lost when President Ziaur Rahman informed Air Vice Marshal Mahmood he was unable to be part of the celebrations? Ahsan comes up with a hint: Egyptian President Anwar Sadat, meeting Zia in Cairo days before 28 September, warned him of a plot to assassinate the Bangladesh leader over the next few days. Zia took the hint seriously; and then came the suddenness of the JAL hijacking. As the talks with the Red Brigade neared an end, elements in the army and air force inside Dhaka cantonment went on the offensive against the Zia regime. A day earlier, in Bogra, disturbances in the cantonment left one person dead, three wounded and two missing. In Dhaka, at Tejgaon airport, eleven air force officers were murdered alongside ten soldiers from the army. Forty soldiers were left injured.
The facts Zayadul Ahsan presents are set off in an eerie pattern from the moment Zia loyalists, Mir Shawkat Ali for instance, move resolutely against the mutineers. Over the next twenty days or so, it would be an operation of relentless cruelty as the Zia regime, guided by vindictiveness and palpably oblivious to all norms of civilised behaviour, rounded up hundreds of innocent air force men and inaugurated what would eventually turn into a story of unimaginable horror. Kangaroo courts, officially described as military tribunals, swiftly handed down verdicts of guilty on those taken into custody; and night after night, inside the grim premises of the central jail in the capital, the bodies of hanged men dropped into pits for hours on end. It was Azimpur graveyard which, throughout October 1977, saw brisk nocturnal activity as the dead men were hastily buried, unbeknownst to their families. The case of the widow Aleya remains poignant, and heart-wrenching. In the days and weeks following his disappearance, she moved heaven and earth for news of her airman husband who had gone missing after 2 October. No one deigned to keep her informed until much later, to let her know in a terse notification that he had been executed for his part in the 'conspiracy'. There are other accounts, from men who were among the lucky few to escape the noose but nevertheless found themselves condemned to varied terms of imprisonment. The strand of thought throughout the stories runs along similar patterns. The innocent paid for crimes they did not commit; and ruthlessness was what the Zia military dictatorship employed in its efforts to survive and to ensure that no dissent remained to threaten its grip on power. Ironically, the fearsome Zia was to die in a botched coup slightly over three years later.
Zayadul Ahsan's work is much more than a record keeping of one of the more shameful episodes in the nation's history. It is, in very large measure, a call for those who perpetrated the atrocities on the hundreds of innocent men in the armed forces in light of the 2 October 1977 tragedy to be brought to account. Most of the men who presided over the sham trials of these men, sending them to quick death and putting a few others through inexplicable prison terms, are still alive. Some retired as senior officers in the military, especially in the air force. Others, non-commissioned officers who cheerfully served on the tribunals, went on to serve in the forces till their retirement. In the overweening interest of democratic accountability, all these elements responsible for the horrific executions in the dark need to be traced in order to be brought to justice. Ahsan's work is an eye-opener. It is a warning against men who, in the manner of Ziaur Rahman, think nothing of shooting people down in order to entrench themselves in political illegitimacy.
Syed Badrul Ahsan is Editor, Current Affairs, The Daily Star.


Monday, May 20, 2013

Digital Bangladesh Vision 2021

Digital Bangladesh Vision 2021 will need from both Public and Private sector an infusion of resources, leadership and ICT centered development if it is to be made meaningful. Over the last few decades, the world has been shifting from industrial to knowledge-based societies; the ability of a nation to use and create knowledge capital determines its capacity to empower and enable its citizens by increasing human capabilities. Easy access to knowledge, creation and preservation of knowledge systems, dissemination of knowledge and better knowledge services should be core concerns of the Digital Bangladesh Vision 2021. Bangladesh should be part of a well-crafted national strategy and “Digital Bangladesh”, needs to be the cornerstone strategy for Bangladesh. We have to build a people-centered, development-oriented Information Society, where everyone would be able to access, utilize and share information and knowledge easily and efficiently. The concept of Digital Bangladesh should be centered on the creation of what is popularly termed as a "knowledge- based society," Information and communication technologies (ICTs) are a critical component for building this knowledge-society. Our ability in creating and disseminating knowledge will eventually drive the nation’s growth in the coming days. A digital society ensures an ICT- driven knowledge-based society where information will be readily available online and where all possible tasks of the government, semi-government and also private spheres will be processed using state of the art technology. The first and foremost challenge to materialize the Digital Bangladesh Vision 2021 would be to ensure overall connectivity at an affordable cost. With the intent to enhance connectivity emphasis should be provided on the establishment of infrastructures to “Connect the Unconnected” and importance must be given on laying more optical fiber to reach the marginal people of the country. Digital Bangladesh Vision 2021 should establish technology- driven e-governance which includes e-administration, e-education, e-health, e-commerce, e- production, e-agriculture, etc. in the five focus areas of the knowledge paradigm:
1) Access to Knowledge 2) Knowledge concepts 3) Creation of Knowledge 4) Knowledge Applications 5) Delivery of Services 1. Access to Knowledge: Providing access to knowledge is the most fundamental way of increasing the opportunities and reach of individuals and groups. Therefore, means must exist for individuals who have the ability to receive and comprehend knowledge to readily obtain it. This also includes making accurate knowledge of the state and its activities available to the general public. Project, should be immediately initiated with an objective to facilitate the establishment of a firm presence of Bangladesh Government entities on the Web with two way communication capability or Web 2.0. The Program requires provision of an entire spectrum of web services to the Government sector as well as running specialized Portals for the benefit of citizens and other stakeholders. 2. Knowledge Concepts: Knowledge concepts are organized, distributed and transmitted through the education system and that’s why we need an NREN in Bangladesh. It is through education that an individual can make better informed decisions, keep abreast of important issues and trends around him or her and most importantly, question the socio-economic arrangements in a manner that can lead to change and development.
In fact, a successful "Digital Bangladesh" would need a more literate population. A mass computer-literacy program or even a government- sponsored computer course, offered perhaps as an incentive for every student who completes his or her secondary-school education, would benefit everyone. If there is will - backed by investment - there is a way. 3. Creation of Knowledge: A nation can develop in two ways – either it learns to use existing resources better, or it discovers new resources. Both activities involve creation of knowledge. This makes it important to consider all activities that lead to the creation of knowledge directly or help in protecting the knowledge that is created. To realize the aspirations of the 2021 vision, the country must be able to produce its own engineers, scientists and technological know-how.
4. Knowledge Applications: Knowledge can be productively applied to promote technological change and facilitate reliable and regular flow of information. This requires significant investment in goal-oriented research and development along with access models that can simplify market transactions and other processes within an industry. Initiatives in the areas of agriculture, small and medium enterprises (SMEs) and traditional knowledge can demonstrate that knowledge can be very effectively applied for the betterment of the rural poor. 5. Delivery of Services: Knowledge services have the potential to simplify many different points at which citizens interact with the State. Traditionally, these points of interaction have been vulnerable to unscrupulous activities and rent-seeking. We need to set the bureaucracy under an e- governance initiative, with a transparent file tracking system that the public can access. This will, right away, reduce corruption, because everyone involved in the process can be tracked down. Technology provides us with an opportunity to ensure accountability, transparency and efficiency in government services. E-governance is one of the ways in which citizens can be empowered to increase transparency of government functioning, leading to greater efficiency and productivity. E-Governance aims to place the government within the reach of all citizens increasing transparency and citizen's participation. Thus, the development of e-Governance should promote universal access to government's services, integrate administrative systems, networks, and databases, and make such information available to the citizen via Internet. In a nutshell such e-Governance should transform the government into a citizen centric technological driven one. There are various dimensions to building a Digital Bangladesh, all of which are equally important pillars. A Digital Bangladesh may constitute the following goals:

1) Build excellence in the educational system to meet the knowledge challenges of the 21st century by strengthening the education system, promote domestic research and innovation, facilitate knowledge application in sectors like health, agriculture, and industry. 2) Leverage information and communication technologies to enhance governance and improve connectivity that allows ICT-based services to be deployed equitably throughout his nation. 3) Devise mechanisms for exchange and interaction between knowledge systems in the Global arena. 4) Promote creation of knowledge in S&T laboratories that utilizes information technologies and communication networks for dissemination and exchange of knowledge. 5) Promote knowledge applications in agriculture and industry so that they can use ICTs for marketing and promotion of its products, for producing internal efficiencies, and for communication and transaction between entities. 6) Promote the use of knowledge capabilities in making government an effective, transparent and accountable service provider to the citizen and promote widespread sharing of knowledge to maximize public benefit.

Thursday, June 7, 2012

আওয়ামী লীগের লক্ষ্য মানুষের অধিকার নিশ্চিত করা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা



আওয়ামী লীগের লক্ষ্য মানুষের অধিকার নিশ্চিত করা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার | ২ জুন ২০১২ | ১৯ জ্যৈষ্ঠ ১৪১৯ 

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, 'কিছু মানুষ আছেন, তারা বলেন- দেশের অবস্থা ভালো না। কেন ভালো না তা তারা বলতে পারেন না।' প্রধানমন্ত্রী বলেন, 'আমরা গ্রামের মানুষের উন্নয়ন করছি। এটা তাদের ভালো লাগে না। এরা বিভিন্ন সরকারের সময়ই সুযোগ সুবিধা নিতে চায়। গ্রামের মানুষের উন্নয়নে তাদের পাওয়ায় বোধ হয় টান পড়ে। তাই তারা বলেন- দেশের অবস্থা ভালো না।' প্রধানমন্ত্রী বলেন, 'তারা কি বিএনপি সরকারের সময়কার কথা ভুলে গেছেন? তখন প্রতিদিনই দেশে বোমা ফুটতো। ৬৩ জেলায় এক সঙ্গে বোমা ফুটেছিলো। বাংলা ভাইয়ের অত্যাচার-নির্যাতন বিশ্বে বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে পরিচিত করে তুলেছিলো। বাংলাদেশ এখন আর সেই জঙ্গিবাদের দেশ নেই। উন্নয়নের মডেল হিসেবে বাংলাদেশ পরিচয় লাভ করেছে।' শনিবার সকালে গণভবনে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 'কিন্তু প্রতিদিন বোমা না ফাটলে বোধ হয় কিছু লোকের ভালো লাগে না। তাই তাদের মনে শান্তি নেই। মানুষ শান্তিতে থাকলে তারা অশান্তিতে থাকেন।' তিনি বলেন, 'বিএনপি আমলে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেটাও পত্রপত্রিকায় লেখা যেতো না। লিখলেই তাদের ওপর অত্যাচার-নির্যাতন নেমে আসতো। কিন্তু আমাদের সময় পত্রপত্রিকাগুলো স্বাধীনতা ভোগ করছে। সব কিছুই লিখতে পারছে। এমনকি ভুয়া তথ্য দিয়েও লেখালেখি হচ্ছে। এরপরও তারা বলছে- দেশের অবস্থা ভালো না। আসলে তারা মানুষের শান্তি চায় না।' 'আওয়ামী লীগের লক্ষ্য মানুষের অধিকার নিশ্চিত করা' মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, 'অগণতান্ত্রিক কোন শক্তি যাতে আর জনগণের ক্ষমতা কেড়ে নিতে না পারে সংবিধান সংশোধন করে সে অধিকার নিশ্চিত করেছি।' তিনি আরো বলেন, "যারা ভালো দেখেন না, তারা চান না মানুষ একটু ভালো থাকুক। জনগণ স্বস্তিতে থাকুক। আমরা যখন গরিব মানুষকে দিচ্ছি, তখন তাদের যত হা-হুতাশ। গ্রামের মানুষের কোনো হা-হুতাশ নেই।" "মিডিয়া টক'শোতে এক চিত্র, আর গ্রামে গেলে আরেক চিত্র," যোগ করেন শেখ হাসিনা। 
সাম্প্রতিক সাংবাদিক নির্যাতনে সমালোচনার জবাবে তিনি বলেন, বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময়ে ১৪ সাংবাদিক নিহত এবং ১ হাজার ৪০০ আহত হয়েছিল। "অনেক সাংবাদিককে চিরতরে পঙ্গু করে দেওয়া হয়েছে। অনেকে মামলা করতে পারেনি। আবার অনেকে নিজ এলাকাতেও থাকতে পারেনি। তখন পত্র-পত্রিকা আর ইলেকট্রনিক মিডিয়াতে সে খবর আসেনি।" বর্তমানে গণমাধ্যমের ওপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই জানিয়ে তিনি ইঙ্গিত করেছেন, এই স্বাধীনতার অপব্যবহারও হচ্ছে।"মিডিয়া এখন লিখছে। প্রতিদিন সরকারের বিরুদ্ধে না লিখেলে, তাদের পেটের ভাত হজম হয় না। সত্য, না মিথ্যা তা যাচাই করার দরকার নেই। তাদের লিখতেই হবে। আমি প্রতিদিন পত্রিকাগুলো দেখি। কিছু দাগ দিয়ে রাখি। সম্পূর্ণ ভুয়া নিউজ।" 
তৃণমূল নেতাদের প্রতি তার পরামর্শ- "অনেক কথা শুনবেন। কিন্তু, নিজের ওপর আত্মবিশ্বাস রাখবেন।" মতবিনিময় সভায় প্রারম্ভিক বক্তব্যে সমালোচকদের সমালোচনার পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রমও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "কেউ খেটে খেতে চাইলে এখন কাজের অভাব নেই। আমরা কাজ করার সুযোগ করে দিচ্ছি। দেশের একটি মানুষও গৃহহারা থাকবে না।" সরকারের অর্জনগুলো জনগণের মধ্যে তুলে ধরার জন্য তৃণমূল নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান।  তিনি বলেন, "২০১২ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসাবে আমরা আমাদের সুবর্ণজয়ন্তী পালন করতে পারব। এই বিশ্বাস আমরা আছে। আমরা এটা পারব।" "ষড়যন্ত্রের শিকার হয়েই আওয়ামী লীগ ২০০১ সালে ক্ষমতায় আসতে পারেনি। আওয়ামী লীগ গরিবের জন্য কাজ করে- তা অনেকের পছন্দ নয়। আওয়ামী লীগ তেলা মাথায় তেল ঢালতে পছন্দ করে না," বলেন শেখ হাসিনা।সভায় আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুল লতিফ সিদ্দিকী, সাধারণ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ, সংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাসও ছিলেন। এ সময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।